icon
Director's Desk

Director Name

পরিচালকের বার্তা (Director’s Message)
ADAM’S KIDS INTERNATIONAL SCHOOL-এ আপনাদের আন্তরিক স্বাগতম।
গ্রামীণ এলাকার শিশুদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এই বিদ্যালয়ের সূচনা। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশু সমান সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে ভবিষ্যতে বড় সাফল্য অর্জন করতে পারে।
আমাদের লক্ষ্য হলো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে শিশুরা আনন্দের সঙ্গে শিখবে, আত্মবিশ্বাস অর্জন করবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। শিক্ষার মান, পরিকাঠামো ও শিশুদের নিরাপত্তা — এই তিনটি বিষয়ে আমরা সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ।
অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আপনার সন্তানের জন্য একটি শক্ত শিক্ষাগত ভিত্তি তৈরি করতে বদ্ধপরিকর।
আপনাদের বিশ্বাস ও সহযোগিতার জন্য ধন্যবাদ।
— পরিচালক
ADAM’S KIDS INTERNATIONAL SCHOOL

Director