• Admission is Going On!!

Principal's Message

Principal Message

ADAM'S KIDS INTERNATIONAL SCHOOL

ADAM’S KIDS INTERNATIONAL SCHOOL-এ আপনাদের স্বাগতম।
শিশুর জীবনে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের স্কুলে আমরা ভালোবাসা, যত্ন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশে বিশেষ গুরুত্ব দিই। প্রতিটি শিশু আলাদা ও বিশেষ — এই বিশ্বাস থেকেই আমাদের শিক্ষকরা ধৈর্য ও যত্ন নিয়ে প্রতিটি শিশুর দিকে নজর দেন।
আমাদের CBSE ভিত্তিক প্রি-স্কুল পাঠক্রম শিশুদের ভাষা দক্ষতা, প্রাথমিক জ্ঞান, সৃজনশীলতা ও ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে, যা খেলাধুলা ও কার্যক্রমের মাধ্যমে শেখানো হয়। পাশাপাশি শৃঙ্খলা, সম্মানবোধ ও নৈতিক শিক্ষাকেও আমরা গুরুত্ব দিয়ে থাকি।
আমি অভিভাবকদের আশ্বস্ত করতে চাই যে, আপনার সন্তান এখানে পাবে একটি নিরাপদ, আনন্দময় ও সহানুভূতিশীল শিক্ষার পরিবেশ।
আসুন, আমরা একসাথে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের শক্ত ভিত্তি গড়ে তুলি।

AMRITA CHATTERJEE Experience -7 Years In Cbse School.
Educational Qualification: M.A In English (D.el.ed, B.ed)
— অধ্যক্ষ
ADAM’S KIDS INTERNATIONAL SCHOOL